হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার শিল্পনগরী দর্শনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে উনিয়া বাসফোড় (৬০) নামে এক বৃদ্ধা নিহত হয়েছে। দর্শনা হরিজনপট্টির সামনে মঙ্গলবার দুপুর ১টার এ দুর্ঘটনা ঘটে। উনিয়া বাসফোড় দর্শনা হরিজনপট্টির মৃত নরেস বাসফোড়ের স্ত্রী। প্রত্যক্ষদশীরা জানায়, বৃদ্ধা হরিজনপট্টির সামনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় দর্শনা রেল ইয়ার্ড থেকে আর কে ট্রান্সপোর্ট এর ভুট্টাবোঝাই ট্রাক বাসস্ট্যান্ড অভিমুখে যাওয়ার সময় হরিজনপট্টির সামনে পৌঁছায়। এ সময় মৃগী রোগী উনিয়া বাসফোড় রাস্তার ওপর পড়ে গেলে চলন্ত ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ ট্রাকটি আটক করেছে। দর্শনা থানার ওসি মাহাবুবুর রহমান কাজল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Leave a Reply