নলডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ
নাটোরের নলডাঙ্গা উপজেলার ৫ নং বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের হরিদাখলসী গ্রামের সাবেক যুবলীগ নেতাসহ বিশিষ্ট এক মাদক ব্যবসায়ীকে মোমিনপুর সরদার পাড়া হতে গ্রেফতার করেছে নলডাঙ্গা থানা পুলিশ। আজ রোববার ২২ (নভেম্বর) সকাল ১১ ঘটিকায় তাদেরকে মাদক মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন বিপ্রবেলঘড়িয়া ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি হরিদাখলসী গ্রামের আবু বক্কর এর ছেলে মাহাবুব রহমান (৪৫) ও কাউছার আলী শুকুর এর ছেলে বেলাল হোসেন@ গাজাবেলাল(৪৩) দুই জনকে মোমিনপুর সরদার পাড়া হইতে চোলাই মদ সহ গ্রেফতার করা হয়। স্থানীয় এলাকাবাসী জানান, সাবেক যুবলীগ নেতা মাহাবুব রহামন আধিপত্য বিস্তার করে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল। এদের কারণে ছাত্রসমাজ-যুব সমাজ ও গ্রামের মানসম্মান নষ্ট হয়ে যাচ্ছে। নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম মৃধা জানান, তাদেরকে গত রাতে চোলাই মদ সহ গ্রেফতার করা হয় এবং আজ সকাল ১১ টার সময় মাদক মামলা দিয়ে কোর্টে প্রেরণ করা হয়।
Leave a Reply