ইমরান হোসেন শ্রীমঙ্গল প্রতিনিধি। আজ শ্রীমঙ্গলে করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকারি নির্দেশ ও স্বাস্থ্যবিধি উপেক্ষা করে মুখে মাস্ক না পরায় ৩৫ জনকে জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ সকাল সাড়ে ১০টায় শ্রীমঙ্গল চৌমুহনা হতে মৌলভীবাজার সড়কের বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান ও শহরে মাস্ক না পরায় দায়ে প্রায় তিন ঘন্টাব্যাপী পৃথক পৃথক দুইটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩৫ জনকে ৫ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব নজরুল ইসলাম ও শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মো. নেছার উদ্দিন।
Leave a Reply