মাদারীপুর আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে দীর্ঘদিন যাবত জহির মোল্লার সাথে দন্ধ হয়ে আসছিল স্থানীয় শিমুল সরদারের সাথে। সেই দদ্ধের যেরধরে ৩ নভেম্বর রবিবার সকালে নিজ বাড়ি কুলপুদ্ধি থেকে ঢাকার উদ্দেশ্যে চন্দ্রা কাউন্টারের গিয়ে চন্দ্রা পরিবহনের টিকিট কেটে সকাল ১১:৪০মি: গাড়িতে ওঠেন ব্যবসায়ী জহির মোল্লা।
কিছুক্ষণ পরেই পূর্বের পরিকল্পনা অনুযায়ী একদল সন্ত্রাসী অতর্কিত হামলা চালায় ব্জহির মোল্লার গাড়ি থেকে ট্রেনে হিসরে বের করে বেধড়ক মারপিট করেন । এময় জহির মোল্লার দুইপার হাটু,ডান হাতে বিভিন্ন জায়গায় হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে গুরুতোর জখম করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে যায় জহিরকে। হাসপাতালের কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা রেফারড করেন। এ ঘটনায় মাদারীপুরে সদর থানায় ভুক্তভোগী জহির মোল্লার মামা নাজমুল খান বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন। এ ঘটনার বাধি নাজমুল খান বলেন।
আমার ভাগিনা জহির মোল্লা ওর বাবা আলিম তোশিলদার দীর্ঘদিন যাবত ঢাকায় অসুস্থ আইসিওতে আছে। চিকিৎসার জন্য টাকা পয়সা নিয়ে চন্দ্রা পরিবহনে ওঠে এ সময় গাড়ি থেকে টেনে হিচড়ে নামিয়ে শিমুল সরদার , সোবাহান সরদার , কালু সর্দার, তাইজুল সর্দারসহ তার সন্ত্রাসী দল বলব বেধড়ক মারধর করে।
আমরা এই সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচার চাই বিরুদ্ধে। ভুক্তভোগী ব্যবসায়ী জহির মোল্লা বলেন এর আগে ওরা আমার বন্ধুকে অনেক মারধর করেছে দুই পা ও গলায় গুরুতর কুপিয়েছিল আজকে আমাকে কুপিয়ে জখম করেছে আমাকে নিয়ে ঢাকায় যাইতেছে আমরা ওদের বিচার চাই। সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন এ ঘটনায় অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার তদন্ত করে আইনঅনুক ব্যবসা ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply