‘সমবায়ে গড়ব দেশ, বৈষম্যহীন বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনের মধ্যে দিয়ে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে।
আজ শনিবার সকাল ১০ টায় জাতীয় সমবায় দিবস উপলক্ষে একটি র্যালী উপজেলা পরিষদ চত্ত¡র থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তারের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা সমবায় কর্মকর্তা সুমনা বিশ্বাস, সমবায়ী তপন কুমার অধিকারী, মিনারা বেগম, রনজিত কুমার বিশ্বাস, সাংবাদিক মনিরুজ্জামান শেখ জুয়েল ও সেলিম শেখ বক্তব্য রাখেন।
উপজেলা নির্বাহী অফিসার শাহীনুর আক্তার বলেন, একটি দেশের অর্থনীতিকে গতিশীল করার জন্য সমবায়ের প্রসার ঘটাতে হবে। আর্থসামাজিক মানন্নোয়নের জন্য সমবায় সমিতির সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
Leave a Reply