হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার :
দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৮ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে চারজন মাদক ব্যাবসায়িকে আটক করেছে পুলিশ। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাব্বুর রহমান এর নেতৃত্বে আজ শনিবার২১ নভেম্বর সকাল ৬ টার সময় দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার এ এস আই মহিউদ্দিন , এ এস আই আনারুল হক সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় আকন্দবাড়িয়া আবাসন জনক মোঃ হাসানের দোকানের সামনে থেকে ৪৮ বোতল ফেন্সিডিলসহ ৪ জন মাদক ব্যাবসায়িকে হাতে নাতে ধরতে সক্ষম হন দর্শনার থানা পুলিশ। আটককৃত আসামিরা হলেন জীবননগর থানার সন্তোষপুর গ্রামে মোঃ শাহিনুর রহমানের ছেলে মোঃ মাহফুজ (২৮), একই গ্রামে মোঃ আবুল কালাম এর ছেলে মোঃ রুবেল হোসেন (৩০) এবং দর্শনা থানাধীন সুলতানপুর গ্রামে মৃত দীন মোহাম্মদের ছেলে মোঃ হাকিম (৩০) এছাড়া দর্শনা থানার জয়নগর এলাকার মোঃ মহিউদ্দিনের ছেলে মোঃ রানা হোসেন (২০)। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান কাজল বলেন আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply