মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রাজৈরে অবৈধভাবে নদীতে বালু উত্তোলনের অপরাধে গ্রেফতার ৯জন কোটালীপাড়ায় ইজিবাইক চাপায় শিশু নিহত জাতীয় পার্টিকে সারাদেশে প্রতিহতের ঘোষণা গণ অধিকার পরিষদের মাদারীপুর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ দায়ের প্রধান উপদেষ্টার কাছে কী চেয়েছেন সাবিনারা “মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন”এমন পূর্বাভাস দিয়েছেন এক জ্যোতিষী ব্যালন ডি’অরে ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি ‘অন্যায়’ হয়েছে, এ মন্তব্য করেছেন ব্রাজিলের কোচ শার্শা ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত কোটালীপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত মুকসুদপুরে ভুয়া চিকিৎসক রঞ্জিত বিশ্বাসের ৩ মাসের জেল 

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সম্পূর্ণ কমিটি ঘোষণা করা হয়েছে

অনলাইন ডেস্ক
  • Update Time : বুধবার, ২ অক্টোবর, ২০২৪
  • ৬৮ Time View
ফাইল ছবি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার ১৪ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটির সভাপতি হিসেবে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী মো. আবু সাদিক কায়েম এবং সেক্রেটারি হিসেবে সমাজকল্যাণ ও গবেষণা ইন্সটিটিউটের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী এস এম ফরহাদ দায়িত্ব পেয়েছেন।

বুধবার (২ অক্টোবর) দুপুরে ছাত্রশিবিরের ঢাবি শাখার ফেসবুক পেজে এই কমিটি প্রকাশ করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন:
– সাংগঠনিক সম্পাদক: লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ সেশনের মহিউদ্দিন খান
– প্রচার ও মিডিয়া সম্পাদক: ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৭-১৮ সেশনের হোসাইন আহমাদ জুবায়ের
– ছাত্র আন্দোলন ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক: ইসলামিক স্টাডিজ বিভাগের ২০১৮-১৯ সেশনের মো. মাজহারুল ইসলাম
– অফিস সম্পাদক: ফুটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের ইমরান হোসাইন
– বায়তুল মাল সম্পাদক: তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০১৫-১৬ সেশনের আলাউদ্দিন আবিদ
– দাওয়াহ ও ছাত্রকল্যাণ সম্পাদক: আরবি বিভাগের ২০১৮-১৯ সেশনের হামিদুর রশিদ জামিল।

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ

 

কমিটির সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ২০১৮-১৯ সেশনের নুরুল ইসলাম নূর (বাংলা বিভাগ), বিজ্ঞান ও ক্রীড়া সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. ইকবাল হায়দার (ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগ, ২০১৮-১৯ সেশন)। শিক্ষা ও গবেষণা সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন মো. আনিছ মাহমুদ ছাকিব (সমাজবিজ্ঞান বিভাগ, ২০১৮-১৯ সেশন), আইন ও মানবাধিকার সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন রিয়াজুল মিয়া (আইন বিভাগ, ২০১৭-১৮ সেশন), ব্যবসায় শিক্ষা ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন হাসান মোহাম্মদ ইয়াসির (অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগ, ২০১৮-১৯ সেশন)। স্কিল ডেভেলপমেন্ট সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন আব্দুল্লাহ আল আমিন (অর্থনীতি বিভাগ, ২০১৯-২০ সেশন)।

ঢাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি সাদিক কায়েম কমিটির বিষয়ে জানান, “আমাদের কমিটি অন্যান্য সংগঠনের মতো গঠন হয় না, এ কারণে সদস্য সংখ্যা কম বলে মনে হতে পারে। ছাত্রদের নীতি-নৈতিকতা, স্কিল ডেভেলপমেন্টসহ সার্বিক উন্নয়নের জন্য আমাদের বিভিন্ন বিভাগ রয়েছে, যা কার্যক্রম তদারকি করে।” তিনি আরও জানান, “কমিটিটি জানুয়ারিতেই গঠিত হয়েছে, তবে ফ্যাসিস্ট সরকারের নির্যাতনের কারণে তা প্রকাশ করা সম্ভব হয়নি। ২৪-এর ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি।”

উল্লেখ্য, ২১ সেপ্টেম্বর ফেসবুকে সাদিক কায়েম নিজেকে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার বর্তমান সভাপতি হিসেবে ঘোষণা করেন। ২২ সেপ্টেম্বর সেক্রেটারি হিসেবে এস এম ফরহাদ আত্মপ্রকাশ করেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense