এম,এ রাজ্জাক স্টাফ রিপোর্টার
নওগাঁর মান্দায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দু’জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৫ জন। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ফেরিঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী উপজেলার আংগারিয়া গ্রামের শরৎ চন্দ্র বর্মণের ছেলে দীনেশ চন্দ্র বর্মণ (৩৮) ও একই গ্রামের দীনবন্ধু বর্মণের ছেলে দীনেশ বর্মণ (৩৬)। আহতরা হলেন, ভুরুঙ্গামারী উপজেলার ছোটখাটামারি গ্রামের শিপন আলী (২৪), আংগারিয়া গ্রামের রফিকুল ইসলাম (৩৫), একই গ্রামের গৌরাঙ্গ চন্দ্র বর্মণ, নলেয়া গ্রামের বাচ্চু মিয়া (৩৫) ও রাজশাহী বাঘমারা উপজেলার খালগ্রামের আব্দুল জলিল (৪০)। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, কুড়িগ্রামের ভুরুঙ্গামারী থেকে খড় নিয়ে একটি ট্রাক নিয়ে রাজশাহীর বাগমারা উপজেলার মচমইল বাজারের দিকে যাচ্ছিল। পথিমধ্যে মান্দা উপজেলার ফেরিঘাট এলাকায় ভোরে জোনাকী হোটেলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পাথর বোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ওই দুজনের মৃত্যু হয়। এ ঘটনায় ট্রাকের চালকসহ আরও ৫ জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস ইউনিটের সদস্যরা আহত ৫ জনকে উদ্ধার করে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। পরে তাদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান, হতাহতদের মধ্যে ট্রাকচালক শিপন আলী ছাড়া অন্যরা পান ও খড় ব্যবসায়ী। ভুরুঙ্গামারী থেকে আনা খড় বাগমারীর মচমইল বাজারে বিক্রি করে সেখান থেকে পান কিনে আবার তাদের ভুরুঙ্গামারী ফিরে যাওয়ার কথা ছিল। দুর্ঘটনায় শিকার খড়বোঝাই ট্রাকটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। ]
Leave a Reply