সোমবার, ০৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
সুশাসনের জন্য নাগরিক (সুজন) রাজৈর উপজেলা আহবায়ক কমিটি অনুমোদিত রাজৈরে অবৈধভাবে নদীতে বালু উত্তোলনের অপরাধে গ্রেফতার ৯জন কোটালীপাড়ায় ইজিবাইক চাপায় শিশু নিহত জাতীয় পার্টিকে সারাদেশে প্রতিহতের ঘোষণা গণ অধিকার পরিষদের মাদারীপুর আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্যবসায়ীকে কুপিয়ে জখম,থানায় অভিযোগ দায়ের প্রধান উপদেষ্টার কাছে কী চেয়েছেন সাবিনারা “মার্কিন প্রেসিডেন্ট হচ্ছেন”এমন পূর্বাভাস দিয়েছেন এক জ্যোতিষী ব্যালন ডি’অরে ভিনিসিয়ুস জুনিয়রের প্রতি ‘অন্যায়’ হয়েছে, এ মন্তব্য করেছেন ব্রাজিলের কোচ শার্শা ৫৩তম জাতীয় সমবায় দিবস পালিত কোটালীপাড়ায় জাতীয় সমবায় দিবস পালিত

পেকুয়া বাজার হকার্স ব্যবসায়ীদের পুনর্বাসন ও দোকান বরাদ্দের দাবী

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২০
  • ২৬৪ Time View

পেকুয়া প্রতিনিধি কক্সবাজারের পেকুয়া উপজেলার আলহাজ্ব কবির আহামদ চৌধুরী বাজার (পেকুয়া বাজার) এর হকার্স ব্যবসায়ীদের পুনর্বাসন ও নির্মিতব্য মার্কেটে দোকান বরাদ্দের দাবী তুলেছে স্থানীয় হকার্স ব্যবসায়ীরা। এবিষয়ে সংশ্লিষ্ট জেলা প্রশাসক ও অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব)সহ একাধিক দপ্তরের হকার্স সমিতির পক্ষে পৃথক আবেদন করেছে। আবেদনের সুত্রে দীর্ঘ ৩০/৪০ বছর যাবত উল্লিখিত হকার্স মার্কেটে ব্যবসা-বাণিজ্য করিয়া জীবিকা নির্বাহ করে আসিতেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। নিয়ম মোতাবেক এ বাজারের প্রতি বাংলা সনের ইজারাদার কর্তৃক হকার ব্যবসায়ীরা সরকারের রাজস্ব আদায় পূর্বক স্ব-স্ব অবস্থানে ব্যবসা পরিচালনা করে যাচ্ছে। এদিকে ব্যবসা-বাণিজ্য করার স্থানে অর্থাৎ হকার্স মাকের্টটি ভেঙ্গে গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় নতুন করে মার্কেট নির্মাণ করার প্রকল্প হাতে নেয় সরকার। এরই প্রেক্ষিতে উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা প্রকৌশলী (এলজিইডি) কোন নোটিশ ছাড়াই হকার্স মার্কেটে অবস্থানরত ব্যবসায়ীদের সরিয়ে যাওয়ার জন্য মৌখিকভাবে নির্দেশনা দেয়। পুঁতে দেয়া হয় লালপতাকা। ফলে ব্যবসায়ীদের মাঝে নেমে এসেছে চরম হতাশা। পেকুয়া বাজার হকার্স ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সভাপতি আবদুর রহিম বাদশা সাংবাদিকদের বলেন, বাজারে ৩শতাধিক হকার্স ব্যবসায়ী রয়েছে। ব্যবসায়ীদের দাবী উল্লিখিত বাজার সংলগ্ন ছালেহা কবির সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ০.৬০ একর জমি রয়েছে তৎসংলগ্ন সরকার বাহাদুরের ১নং খাস খতিয়ানভুক্ত ১.২৬ একর জায়গা পরিত্যক্ত অবস্থায় আছে। তিনি আরও বলেন, ২৫০ টি হকার্সে ৫০০ জন লোক দৈনিক ব্যবসা-বাণিজ্যে নিয়োজিত থাকিয়া জীবিকা নির্বাহ করে এবং ২৫০টি হকার্স মাকের্টে অবস্থানরত ব্যবসায়ীরা বিভিন্ন এনজিও, ব্যাংকে দায়বদ্ধ। ১৪২৭ বাংলা সন শুরু হতেই বিশ^মহামারী করোনা ভাইরাসের কারণে ০৭ মাস পর্যন্ত দোকানপাট বন্ধ ছিল যার ফলে আমরা ঋনের বোঝা নিয়ে অর্ধহারে, অনাহারে জীবন যাপন করিয়াছি। পেকুয়া বাজার হকার্স ব্যবসায়ী সমবায় সমিতি লি: এর সাধারণ সম্পাদক মোহাম্মদ শফি জানান, দেশব্যাপী গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ঈজগওউচ) ঈঙঢই/ড-৪৮১ কর্তৃক মার্কেট নির্মাণের প্রস্তাবনায় আমাদের এই করুণ অবস্থায় আরও ক্ষতির সম্মুখীন করে ফেলেছে। যদি আমাদেরকে বর্তমান অবস্থানরত হকার্স মার্কেট হতে উল্লিখিত পরিত্যক্ত সরকারের ১নং খাস ভুক্ত জায়গায় অস্থায়ীভাবে পুর্নবাসন করা না হলে পরিবার-পরিজন নিয়ে মানবেতর জীবন অতিবাহিত করিতে হইবে। বর্তমানে ইজারাদার কর্তৃক আমরা ব্যবসায়ীগণ সরকারের রাজস্ব আদায় করিতেছি। আমাদেরকে কাজ শেষ হওয়ায় পর্যন্ত বাজার সংলগ্ন জায়গায় অস্থায়ী ভিত্তিতে পুনর্বাসনের জোর দাবী জানাচ্ছি। উপজেলা প্রকৌশলী (এলজিইডি) জাহেদুল আলম চৌধুরী বলেন, জায়গাটি হকার্স ব্যবসায়ীদের দখলে। দখল মুক্ত হলে ওই স্থানে আমরা কাজ শুরু করবো। তবে হকার্স ব্যবসায়ীদের পুনর্বাসনের সুযোগ আমাদের নেই। এবিষয়ে পেকুয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মোতাছেম বিল্ল্যাহ জানান, গ্রামীণ বাজার অবকাঠামো উন্নয়ন প্রকল্প (ঈজগওউচ) ঈঙঢই/ড-৪৮১ কর্তৃক মার্কেট নির্মাণের উদ্দ্যেগ হাতে নেওয়া হয়েছে। মার্কেটের জন্য জায়গার পরিমাপ করা হয়েছে। এটি সরকারি জমি। হকার্স ব্যবসায়ীরা অবৈধভাবে দখলে রয়েছে। জায়গা ছেড়ে দেওয়ার জন্য নির্দ্দেশনা দেওয়া হয়েছে ব্যবসায়ীদের।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense