হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম এর দিকনির্দেশনায় দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহাব্বুর রহমান এর নেতৃত্বে আজ বৃহস্পতিবার ১৯ নভেম্বর রাত ২ টার সময় দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানার চৌকস এ এস আই মহিউদ্দিন সঙ্গীয় পুলিশ ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় দর্শনা থানাধীন ঝাঝাডাঙ্গা গ্রামস্থল মাদ্রাসাপাড়া মোড় পাকা রাস্তার উপর হইতে দর্শনার ঝাঝাডাঙ্গা মসজিদ পাড়ার মৃত হযরত আলীর ছেলে মোঃ শাহজাহান আলী (২৮) এবং একিই গ্রামের মোঃ কুদ্দুস হোসেনর ছেলে মোঃ ইমরান হোসেন(২৪) কে আটক করে পুলিশ। উক্ত অভিযানের সময় আটককৃত আসামিদের কাছ থেকে বাজার করার ব্যাগ তল্লাশি করে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। দর্শনা থানার অফিসার ইনচার্জ ওসি মাহবুবুর রহমান বলেন আটককৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে।
Leave a Reply