নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরে মাস্ক না পরায় ৪০জনকে আটক করে দুই ঘন্টা করে প্রতিকী জেল দেয়া হয়। বুধবার জেলা পুলিশের অভিযানের সময় তাদের দুই ঘন্টা রোদের মধ্যে দাঁড় করিয়ে আটক রাখার নির্দেশ দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। করোনার ২য় ধাপ মোকাবেলায় শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করনে জেলা পুলিশ মঙ্গলবার থেকে অভিযান শুরু করেছে। ১৮ (নভেম্বর) বুধবার দুপুরে দ্বিতীয় দিনের অভিযানে শহরের কানাইখালী এলাকায় বিভিন্ন যানবাহন ও মার্কেট থেকে মাস্ক না পরার অপরাধে ৪০জনকে আটক করে পুলিশ। এসময় পুলিশ সুপার লিটন কুমার সাহা আটককৃতদের কেন্দ্রিয় মসজিদ মার্কেটের সামনে রোদের মধ্যে দুই ঘন্টার প্রতীকি জেল দেন। শেষে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দিয়ে তাদের ছেড়ে দেন। পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, পুলিশর এই অভিযান অব্যাহত থাকবে। যারা মাস্ক পরিধান করবেন না তাদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে। এসময় অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ তারেক জুবায়ের, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মীর আসাদুজ্জামান, টিআইওয়ান বিকর্ণ কুমার চৌধুরী সহ পুলিশের বিভিন্নস্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Leave a Reply