দিনাজপুরের খানসামা উপজেলায় ছাত্র-জনতাকে হত্যা, হামলা, মামলার প্রতিবাদে ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ নেতাকর্মীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
বুধবার (১৪ আগষ্ট) সকালে উপজেলার পাকেরহাটে বিএনপি, সহযোগী ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জাকির মার্কেট গিয়ে শেষ হয়। পরবর্তীতে সেখানে অবস্থান কর্মসূচি পালন করেন দলীয় নেতাকর্মীরা।
উপজেলা বিএনপির আহ্বায়ক আমিনুল ইসলাম চৌধুরী বিএসসির সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য শফিকুল ইসলামের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ভাবকী ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল আলম তুহিন, গোয়ালডিহি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন লিটন, খামারপাড়া ইউপি চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সদস্য আবু বকর সিদ্দিক চৌধুরী, উপজেলা বিএনপির সদস্য আজিজার রহমান শাহ, উপজেলা বিএনপি ৪নং খামারপাড়া ইউপি এর সভাপতি মোহাম্মদ আলী সরকার,
জেলা পরিষদের সদস্য শাহরিয়ার জামান শাহ, উপজেলা কৃষকদলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা শরিফ উদ্দিন সরকার, যুবদলের সদস্য সচিব ওবায়দুর রহমান মুন্সি, সেচ্ছাসেবক দলের আহ্বায়ক লোকমান হাকিম, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক কেশব কর, ছাত্রদলের আহ্বায়ক আব্দুর রউফ, সদস্য সচিব রুবেল ইসলাম সহ বিভিন্ন ইউনিটের নেতাকর্মীগণ।
Leave a Reply