এস এম আবু কাউসার, রূপগঞ্জ প্রতিনিধি রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়নের দড়িকান্দি এলাকার পরিবেশ দুষণকারী কয়লার স্তুব অপসারণের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী। গতকাল ১৬ নভেম্বর সোমবার বিকালে গাজী সেতুর পুর্বপাড়ে রূপসী-কাঞ্চন সড়কের দড়িকান্দি এলাকায় এ মানববন্ধন করেন। এসময় কয়লা অপসারণের দাবীতে একাত্যতা প্রকাশ করে মুড়াপাড়া ইউপির সাবেক চেয়ারম্যান বরকতউল্লাহ মিয়া, ইউপি সদস্য আলম হোসেন, উপজেলা ক্রীড়া সংস্থার অর্থ সম্পাদক রেজাউর রহমান রিপন, আওয়ামীলীগ নেতা রেজাউল করিম হারেজ, যুবলীগ নেতা সোহেল ও নুরুল হুদাসহ সমাজের সর্বস্তরের মানুষজন মানববন্ধনে অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা বলেন, উত্তরা ট্রেডার্স নামে একটি প্রতিষ্ঠান মুড়–পাড়া ইউনিয়নের গাজী সেতুর পূর্ব পাড়ে প্রায় দুই মাস ধরে কয়লার স্তুব জমা করছে। আর কয়লার দুষিত ধুয়া প্রতিনিয়ত বাতাসে মিশে এলাকার পরিবেশ নষ্ট করছে। নিউমোনিয়া ও শ্বাসকষ্টসহ নানা রকম রোগে আক্তান্ত হচ্ছে এলাকার শিশু-বৃদ্ধরা। নষ্ট হচ্ছে গাজী সেতুর সৌন্দর্য এং নদীর তীড়ের সবজিসহ পার্শ্ববর্তী এলাকার জমির ফসলাদি। মানববন্ধনে বক্তারা আরো বলেন, কয়লার স্তুবে পরিবেশ নষ্ট হচ্ছে মর্মে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের কাছে এলাকাবাসীর গণস্বাক্ষরযুক্ত স্বারক লিপি দেয়ার পরেও কোন ব্যবস্থা নেয়নি কর্তৃপক্ষ। আর কয়লার নির্গত দুষিত ধূয়া প্রতিনিয়তই সমস্যা সৃষ্টি করায় কয়লা অপসারণের দাবীতেই আজকের মানববন্ধন। অবিলম্বে কলয়ার স্তুব অপসারণ করে এলাকাবাসীর সুস্বাস্থ্য নিশ্চিত করতে হবে অন্যথায় বৃহত্তর গন আন্দোলনের ঘোষনা দেয়া হবে বলেও জানান বক্তারা। রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ নুসরাত জাহান বলেন, উত্তরা ট্রেডার্সের কয়লা স্তুবের পরিবেশ ছাড়পত্র আছে কিনা তা জানিনা। তবে, এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে তদন্তের জন্য দায়িত্ব দেয়া হয়েছে। পরিবেশ দুষনকারী কয়লার বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি।
Leave a Reply