টি-টোয়েন্টি বিশ্বকাপের পরপরই ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে ওয়েস্ট ইন্ডিজ। আসন্ন টেস্ট সিরিজের জন্য স্কোয়াডও ঘোষণা করেছিল ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ (সিডব্লিউআই)। এবার ১৫ সদস্যের সেই দলে পরিবর্তন আনলো ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড।
ইনজুরিতে এই সিরিজ থেকে ছিটকে গেছেন কেমার রোচ। তার পরিবর্তে স্কোয়াডে ডাক পেয়েছেন এই ফরম্যাটে অভিষেকের অপেক্ষায় থাকা জেরেমিয়া লুইস।
বৃহস্পতিবার (২৭ জুন) এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে সিডব্লিউআই।
ছিটকে যাওয়া রোচকে নিয়ে প্রধান নির্বাচক ডেসমন্ড হেইন্সের মন্তব্য, ‘ইংলিশ কন্ডিশনে কেমারের দক্ষতা ও অভিজ্ঞতার অভাব বোধ করব আমরা। অনেকদিন অপেক্ষার পর জেরেমিয়া লুইস সুযোগটি পেল। ইংল্যান্ডে প্রভাব ফেলার দক্ষতা ও অভিজ্ঞতা তার অবশ্যই আছে।’
কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে খেলার সময় হাঁটুতে চোট পান রোচ। সেই চোট থেকে সেরে উঠতে বেশ কয়েকদিন সময় লাগবে তার। তাই ইংলিশদের বিপক্ষে তার সার্ভিস পাচ্ছে না ক্যারিবীয়রা। কাউন্টি চ্যাম্পিয়নশিপে সারের হয়ে চলতি মৌসুমে ৬ ম্যাচ ২৫ দশমিক ৭৭ গড়ে ১৮ উইকেট শিকার করেন এই পেসার।
আগামী ১০ জুলাই থেকে লর্ডসে এই সিরিজ শুরু হবে। এরপর ১৮ জুলাই ট্রেন্ট ব্রিজ ও ২৬ জুলাই এজবাস্টন টেস্ট মাঠে গড়াবে। তবে মূল সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে ক্যারিবিয়ানরা।
Leave a Reply