মাদারীপুরের ডাসারে সৈয়দ আবুল হোসেন ফাউন্ডেশন এর উদ্যোগে কৃতি ছাত্র-ছাত্রীদের মধ্যে বৃত্তি প্রদান ও এইচএসসি-২০২৪ পরিক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৬ জুন) বেলা ১১ টায় উপজেলার সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজ হলরুমে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সৈয়দা মমতাজ বেগমের সভাপতিত্বে ও ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগীয় প্রধান জহিরুল আলম ডালিমের সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন -সরকারি শেখ হাসিনা উইমেন্স কলেজের অধ্যক্ষ ড.লুৎফর রহমান,ডাসার থানার অফিসার ইনচার্জ এস. এম শফিকুল ইসলাম, ডি কে আইডিয়াল সৈয়দ আতাহার আলী একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থী চৈতি ইসলাম প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন – খোয়াজপুর সৈয়দ আবুল হোসেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ফেরদাউসী বেগম,বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম তালুকদার, ডাসার প্রেসক্লাবের সভাপতি সৈয়দ রাকিবুল ইসলাম,ডাসার উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক রতন দে প্রমুখ।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের শিক্ষক ,শিক্ষার্থী ও অবিভাবকগণ।
অনুষ্ঠান শেষে সৈয়দ আবুল হোসেন প্রতিষ্ঠিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কৃতি শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হয়। জানাগেছে, সাবেক যোগাযোগ মন্ত্রী আলহাজ্ব সৈয়দ আবুল হোসেন শিক্ষা বিস্তারে অসংখ্য স্কুল, কলেজ প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করছেন।সৈয়দ আবুল হোসেনের মৃত্যুর পরে তার স্মৃতি রক্ষার্থে তার বড় মেয়ে সৈয়দা রুবাইয়াত হোসেন “সৈয়দ আবুল হোসেন ফাউন্ডেশন” নামে একটি জনকল্যাণমুলক প্রতিষ্ঠান করেছেন।
যাতে করে সৈয়দ আবুল হোসেন প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মাসিক বৃত্তি পেতে পারে তার সুব্যবস্থা নিশ্চিত করা। এছাড়া সৈয়দ আবুল হেসেন প্রতিষ্ঠিত ৬ টি কলেজে পরিক্ষায় সর্বোচ্চ (৮৫-৯০) নম্বর প্রাপ্ত হবে এবং ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি ৯৫% এর উপরে থাকবে তাদেরকে এককালীন একটি অনুদান প্রদান করা হবে। প্রাথমিক বিদ্যালয়ে প্রজেক্টর ব্যবস্থা নিশ্চিত করার সথে সংশ্লিষ্ট বিদ্যালয়ে শিক্ষকদের ‘চলপড়ি’ লারনিং প্লাটফর্ম থেকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হবে। শিক্ষার্থীদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করা ও ক্যারিয়ার উন্নয়ন এবং ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য তাদের তৈরি করাই ফাউন্ডেশনের লক্ষ্য।
Leave a Reply