monetag
নিজস্ব প্রতিবেদকঃ প্রেস বিজ্ঞপ্তি কক্সবাজারের চকরিয়া, পেকুয়া, চকরিয়া পৌরসভা ও মাতামহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেছে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট ও চকরিয়া-পেকুয়ার সাবেক সাংসদ আলহাজ্ব মোহাম্মদ ইলিয়াছ। রবিবার (১৫ নভেম্বর) বিকেলে জাপা’র কেন্দ্রীয় ওই নেতার চকরিয়াস্থ নিজ বাস বভনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় জাপার কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ ইলিয়াছ বলেন, জাতীয় পার্টির ক্ষমতামল ছিল এদেশের একটি স্বর্ণযুগ। দেশের মানুষ আবারো জাতীয় পার্টিকে ক্ষমতায় দেখতে চায়। তাই পার্টিকে নতুন করে ঢেলে সাজাতে হবে। যেসব উপজেলায় ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে শীগ্রই ওই উপজেলায় জাপার সম্মেলনের দিনক্ষণ টিক করা হবে। তিনি আরও বলেন সংসদীয় আসন চকরিয়া-পেকুয়ায় জাতীয় পার্টিকে দূর্বল করে দেওয়ার জন্য একটি দালাল চক্র নীল নকশা তৈরী করেছে। এরা বিভিন্ন জায়গায় আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে নেতা কর্মীদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করছে। আগামীতে উপজেলা পর্যায়ে সফল সম্মেলনের মাধ্যমে এসব ষড়যন্ত্রকারীদের দাঁত ভাঙ্গা জবাব দেবে নেতা কর্মীরা। এছাড়া জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির নির্দ্দেশে ভাইস চেয়ারম্যান হাজী মোহাম্মদ ইলিয়াছকে দেওয়া বিশেষ ক্ষমতাবলে ৭ ডিসেম্বর চকরিয়া উপজেলা, চকরিয়া পৌর সভা ও মাতামহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির যৌথ সম্মেলনের তারিখ ঘোষনা করা হয়েছে। উক্ত সম্মেলনে জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সদস্য সচিবসহ অত্র জেলার কেন্দ্রীয় নেতৃবৃন্দদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন, সহ সভাপতি ও ডুলহাজারা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব নুরুল আমিন, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক এম দিদারুল করিম, সদস্য সচিব সাজ্জাদুল ইসলাম, চকরিয়া পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মোঃ ছাদেক, মাতামহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টি সভাপতি মোহাম্মদ হোসেন এম.ইউপি, সহ সভাপতি শওকত আলী চৌধুরী, জাপা নেতা মোঃ জুনাইদ, চকরিয়া পৌরসভা ২নং ওয়ার্ডের সভাপতি আব্দুল হামিদ, ডুলহাজারা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মুবিনুল হক মুবিন, পেকুয়া সদর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইলিয়াছ, বদরখালী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি নাছির উদ্দিন জাপা, জাপা নেত্রী আঞ্জুমান আরা ও খতিজা বেগম প্রসূখ। মতবিনিময় সভা শেষে, ওই দিন জাপার পৃথক সাংগঠনিক টিম গঠন করা হয়েছে। সোমবার থেকে সাংগঠনিক ঠিমের নেতৃবৃন্দরা উপজেলা জাপা’র সম্মেলন সফল করার লক্ষে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে সফর শুরু করবেন। সাংগঠনিক ঠিমের নেতৃবৃন্দেরা তৃণমূলে জাপা’র নেতৃবৃন্দদের সাথে মতামত ও কুশল বিনিময় করবেন।
Leave a Reply