মোঃ জামিল হায়দার (জনি), নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোর জেলা আওয়ামী লীগের বিশেষ প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার ১৫(নভেম্বর) দুপুরে নবাব সিরাজ-উদ-দৌলা সরকারী কলেজ মিলনায়তনে এই প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়। সভায় ভিডিও কনফারেন্সে যুক্ত হন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এস.এম কামাল হোসেন, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আখতার জাহান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, সাংগঠনিক সম্পাদক সাংসদ শহিদুল ইসলাম বকুল, রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভায় বক্তারা বলেন, সাংগঠনিক ঐক্যের মাধ্যমে দলকে গণমুখী করতে হবে। দেশে আবার আগুণ সন্ত্রাসের ষড়যন্ত্র শুরু হয়েছে। আওয়ামী লীগের নেতা-কর্মীদের দেশবিরোধী সকল ষড়যন্ত্র মোকাবেলা করে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ভূমিকা রাখতে হবে।
Leave a Reply