নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের সিংড়া উপজেলার ছাতারদিঘী ইউনিয়নের করচমারিয়া সবুজ সংঘ ক্লাব থেকে ৩২ জন জুয়ারিকে আটক করেছে থানা পুলিশ। এসময় জুয়া খেলার নগদ ২ লাখ ৩ হাজার ২৯৮ টাকা ও ৭ সেট তাস উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে শনিবার রাত সাড়ে ১১টায় উপজেলার করচমারিয়া গ্রামের সবুজ সংঘ ক্লাবে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় নগদ ২ লক্ষাধিক টাকা ও জুয়া খেলার সরঞ্জামসহ ৩২ জনকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করেন পুলিশ। সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর-এ-আলম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। তাঁদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply