বুধবার, ০৯ জুলাই ২০২৫, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
যশোরের শার্শায় গণধর্ষণ মামলায় ৭ জনের বিরুদ্ধে মামলা, আটক-১ নড়াইলে অনলাইন প্রতারণার প্রতারক চক্রের ৪ সদস্য গ্রেপ্তার ভারতীয় যুবক প্রেমের টানে হারাগাছে পুলিশী হেফাজতে ফিরে গেলেন নিজ দেশে রাজৈরে ১৫০০ পিচ ইয়াবা সহ চার জনকে গ্রেপ্তার করেছে রাজৈর থানা পুলিশ সোশ্যাল মিডিয়ায় লাভজনক বিনিয়োগের প্রলোভন দেখিয়ে বিপুল পরিমান অর্থ আত্মসাৎ ৩ জনকে গ্রেফতার করেছে র‍্যাব নড়াইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বহিষ্কার গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় চুরি হওয়া মোটরসাইকেল উদ্ধার, আটক ১ নড়াইলে আশুরা উপলক্ষে শিয়া সম্প্রদায়ের “তাজিয়া মিছিল” মুকসুদপুরে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর পথসভা, গণসংযোগ ও লিফলেট বিতরণ  ১২ বছরেও হয়নি রাস্তা নির্মাণ, ধসে পড়েছে ব্রিজের রেলিং! আশ্বাসে চলছে বছর, দুর্ভোগে জনজীবন

সামাজিক সংগঠন ‘স্বপ্ন সারথীর’ উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন

কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৩১৩ Time View

বৃক্ষ লাগাই ভুরি ভূরি, তপ্ত বায়ু শীতল করি এই স্লোগানকে সামনে রেখে সামাজিক সংগঠন ‘ স্বপ্ন সারথী’র উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। রবিবার ০২ জুন সকালে সংগঠনটির উদ্যোগে কোটালীপাড়া ও রাজৈর উপজেলার ৬ টি প্রাথমিক ও ২ টি উচ্চ বিদ্যালয়ে প্রায় ৮ হাজার বনজ, ফলজ ও ঔষধি গাছের চারা শিক্ষার্থীদের মাঝে বিতরণ করেন সংগঠনটির সদস্যরা।

চারাগাছ পেয়ে খুশি হয়ে শিক্ষার্থীরা জানান, এই গাছ আমাদের প্রাকৃতিক বন্ধু, আমরা এই গাছের রোপন করে সঠিকভাবে পরিচর্যা করবো। গাছ বড় হয়ে আমাদের অক্সিজেনসহ ফল ফুল দিয়ে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করবে। বৃক্ষরোপণের এই উদ্যেগকে স্বাগত জানিয়ে লখন্ডা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক যুগল তালুকদার বলেন, স্বপ্নের সারথি সংগঠনকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই সময়োপযোগী উদ্যেগ গ্রহন করার জন্য, বিশ্বমন্ডলে প্রতিনিয়ত যে পরিমাণ উত্তাপ বাড়তেছে এতে বৃক্ষরোপণের কোন বিকল্প নাই। শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করা খুবই গুরুত্বপূর্ণ।

সামাজিক সংগঠন ‘স্বপ্ন সারথীর ‘ পক্ষে কৃষিবিদ নিটুল রায় বলেন, আমাদের সংগঠনের প্রতিটি সদস্যদের স্বপ্ন ভবিষ্যত প্রজন্মের জন্য বাসযোগ্য একটি পৃথিবী গড়ে তোলার। এজন্য বৃক্ষরোপণের কোন বিকল্প নেই। আমাদের শিক্ষার্থীরা যেন বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে বেশি সচেতন থাকে এই কারনেই আমরা বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে চারাগাছ বিতরণ ও পরিচর্যা সম্পর্কে ধারনা প্রদান করেছি।

এবারের কর্মসূচিতে বিতরণ করা গাছের মধ্যে রয়েছে আম পেয়ারা, আমলকি, অর্জুন, বহেরাসহ বিভিন্ন প্রজাতির উপকারী চারা গাছ। তিনি আরো বলেন, সামাজিক সংগঠন ‘স্বপ্ন সারথী ‘ শিক্ষার্থীদের উন্নয়নে বেশকিছু কর্মসূচি গ্রহন করেছে এর মধ্যে ‘চার ঘন্টা পড়ার টেবিলে কর্মসূচি অন্যতম৷ এর মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনার ব্যাপারে নিয়মিত খোঁজ খবর রাখেন আমাদের সদস্যরা। ভবিষ্যতে এলাকায় উন্নয়নে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হবে।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense