সোমবার, ০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
সবজির দামে স্বস্তি, চড়া ডিম মুরগির বাজার বিডিআর বিদ্রোহের দিন কী ঘটেছিল, জানালেন সাবেক সেনাপ্রধান মইন জাতিসংঘ অধিবেশনে ড. ইউনূসের সফরসঙ্গী হচ্ছেন যারা ৫ আগস্টের পর আরেকটি দল লুটের ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে: ফয়জুল করীম লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন কোটালীপাড়ায় সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে পাল্টা সংবাদ সম্মেলন হাসিনা সরকারের পতনের এক মাস পূর্তিতে রংপুরে শহীদি মার্চ পালন ডিএমপির ১১ উপপুলিশ কমিশনারকে বদলি সচিবদের যেসব নির্দেশনা দিলেন ড. ইউনূস যে কারণে আরএকে সিরামিকের ত্রাণের ১০ লাখ টাকা ফিরিয়ে দিল বিএনপি

আলেছার কান্না ছবির নাম ভূমিকায় প্রিয়াংকা জামান

Reporter Name
  • Update Time : শনিবার, ১৪ নভেম্বর, ২০২০
  • ৪১৭ Time View

ইমরুল শাহেদ : এই নিয়ে প্রিয়াংকা জামান খুব উৎফুল্ল। তিনি ছবিটির আলোচনা চূড়ান্ত করার পর ‘আলহামদুলিল্লা’ বলে সন্তোষ প্রকাশ করে বলেন, ‘আমরা সবাই মিলে চলচ্চিত্রের বর্তমান দুর্দিনে একটি সফল ছবি নির্মাণ করব। ছবিটির সাফল্যের জন্য আমি উদয়াস্ত শ্রম দিতে প্রস্তুত আছি।’ ছবিটির পরিচালক আফজাল হোসেন বলেন, এই চরিত্রটির জন্য প্রিয়াংকাকে শুটিংয়ের এক মাস আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। আফজাল হোসেন পরিচালক হিসেবে নতুন হলেও চিন্তা-চেতনায় কিছুটা ভিন্ন। আলেছার কান্না ছবিটির পরিকল্পনা করার আগে চলচ্চিত্রের আজকের বন্ধ্যাত্ব নিয়ে ভেবেছেন তিনি। অতীতের দিকে তাকিয়েছেন। ঢাকার চলচ্চিত্রে যখনই ব্যবসায়িক বিপর্যয় নেমে এসেছে তখনই ত্রাতা হয়ে এসেছে লোক ধারার চলচ্চিত্র। রুপবান, বেদের মেয়ে জোসনা এবং কাশেমমালা প্রেমসহ এই ধারায় রয়েছে আরো কিছু ছবি। আলেছার কান্না সেই ধারারই একটি গল্প। আলেছা চরিত্রের অভিনেত্রী প্রিয়াংকা জামান নাট্যাভিনয় ও মডেলিংয়ের অভিজ্ঞতা নিয়ে সদ্য চলচ্চিত্রে কাজ শুরু করেছেন। স্বল্প সময়ে তিনি তবুও প্রেম দামি, কি করে বলব প্রিয়তমা এবং আরো একটি ছবিতে কাজ করতে শুরু করেছেন। আলেছার কান্না তার চতুর্থ ছবি। পরিচালক আফজাল হোসেন এখন ছবিটির কাস্টিং চূড়ান্ত করছেন। তিনি ইতোমধ্যে অভিনেতা রিয়াজ উদ্দিন, অঝোরা জাহান, স্বপ্নীল রনোসহ আরো কয়েকজনকে নিয়ে ফটোসেশন করেছেন। এর মধ্য দিয়ে যাচাই-বাছাই করছেন। ফটোসেশনের মধ্য দিয়ে বেরিয়ে আসছে ছবিটির সম্ভাব্য নতুন মুখ। আলেছার কান্না ছবিতে প্রিয়াংকার দুই নায়কের একজন হলেন রিয়াজ উদ্দিন। এর আগে অনন্য মামুন পরিচালিত নবাব এলএলবি ছবিতে কাজ করেছেন রিয়াজ। ছবিটি আইপি থিয়েটারের জন্য দ্রুত গতিতে করা হলেও আপাতত মুক্তি পাচ্ছে না। আফজাল হোসেন জানান, তিনি আগামী জানুয়ারি মাসে টানা কাজ করে গান ছাড়া ছবিটির চিত্রগ্রহণ শেষ করার প্রস্তুতি নিচ্ছেন।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category