গাইবান্ধা থেকে রকি আহম্মেদঃ গাইবান্ধার সুন্দরগঞ্জে বাড়ীর পাশে ডোবায় মাছ ধরতে গিয়ে বিদ্যুৎপৃষ্ঠ হয়ে মা-ছেলেসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩-নভেম্বর) সন্ধ্যা সাতটার দিকে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে বলে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান। নিহতরা হলেন ওই গ্রামের সৈয়দালির পুত্র রাজাউল,রাজাউলের মা রেখা বেগম (৪০) ও রেখা বেগমের ৮ম শ্রেণী পড়ুয়া নাতী সুজন। স্থানীয়সূত্রে জানা যায় রেখা বেগম তার পুত্র রাজাউল ও নাতী সুজনকে নিয়ে বাড়ীর পাশে ডোবা জমিতে ভোতা দিয়ে মাছ ধরতে যায়।মাছ ধরতে গিয়ে জমিতে পতিত থাকা বিদ্যুৎ এর তারে পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঐ বাড়ীতে বামনডাঙ্গা তদন্ত কেন্দ্রের পুলিশ উপস্থিত হয়ে ঘটনাটি সম্পর্কে তথ্য অনুসন্ধান করছিলেন।
Leave a Reply