নলডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে দলীয় মনোনয়ন পেতে পৌর এলাকায় নিজের অবস্থান শক্তিশালী করতে ব্যাপক মোটরসাইকেল নিয়ে শোডাউন ও গণসংযোগ করলেন মেয়র প্রার্থী ইন্ঞ্জিনিয়ার জিল্লুর রহমান। শুক্রবার (১৩নভেম্বর-২০২০) বিকেল ৪ ঘটিকায় নলডাঙ্গা পৌর এলাকায় মোটরসাইকেল সহ নেতাকর্মীদের নিয়ে মেয়র প্রার্থী পৌর যুবলীগের সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান। তিনি বলেন, আগামী পৌরসভার নির্বাচনের প্রস্তুতি হিসেবে এই মোটরসাইকেল শোডাউন ও গণসংযোগ। তিনি সকলের কাছে দোয়া এবং সমথর্ন কামনা করেন। এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা যুবলীগের সাবেক সভাপতি মোস্তফা মাসুদ, নলডাঙ্গা পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মিজানুর রহমান, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবু বক্কর, ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবলু রহমান সহ নলডাঙ্গা উপজেলা ও পৌর আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী।
Leave a Reply