সাগর যেমন মিশে যায়। শূন্য বালুর চরে, আমি তেমনি মিশে যাবো কাদা মাটির ঘরে। ঘরটি আমার হবে আঁধার থাকিবে না আলো, যখন আমি ঘুমিয়ে যাবো চোখ দুটো বুজে। অবাক হয়ে খোঁজবে সবাই কিন্তু পাবে না মোর খুঁজে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Leave a Reply