monetag
হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ উদ্যোগে বাংলাদেশ কর্ম কমিশনের সচিব মহোদয়ের পৃষ্ঠপোষকতায় চুয়াডাঙ্গা জেলায় একজন গৃহহীনের জন্য নির্মিত ঘর হস্তান্তর উপলক্ষে,মত বিনিময় সভা। মুজিববর্ষ উপলক্ষে বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সচিব মোছা, আছিয়া খাতুনের ব্যক্তিগত তহবিল থেকে (বেতনের টাকায়) চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের জয়রামপুর শেখপাড়ায় এক গৃহহীনের জন্য নির্মিত সুসজ্জিত একটি দৃষ্টিনন্দন ঘর ফিতে কেটে হস্তান্তর করা হয়েছে। আজ ১৩ নভেম্বর শুক্রবার বেলা ১১ টার দিকে সচিব মোছা, আছিয়া খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হস্তান্তর করেন। এ উপলক্ষে দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের সভাপতিত্বে, মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জন প্রশাসন মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব (এপিডি অনুবিভাগ) মো, মোকাম্মেল হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মনীরা পারভীন। স্বাগত বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। আরো উপস্থিত ছিলেন, দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক, হাউলী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফ হোসেন, ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন,দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো, মহিউদ্দিন।
Leave a Reply