হাফিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ নিরাপদ মাছে ভরবো দেশ, মুজিব বর্ষে বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে ২০২০- ২০২১ অর্থ বছর জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় স্হাপিত প্রদর্শনী পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ /উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১২ নভেম্বর সকাল ১০ টার সময় দামুড়হুদা উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে মরাগাংনী বিল পূনঃ খনন( অংশ ৬) (পুকুর ১ ও পুকুর ২)। প্রদর্শনী প্যাকেজের নাম – কার্প মিশ্র চাষ, প্রদর্শনীর আয়তন- ০.৮৮ হেক্টর। সুফলভোগী গ্রুপের দলনেতাদের মাঝে জলাশয় সংস্কারের মাধ্যমে মৎস্য উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় স্হাপিত প্রদর্শনী পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ /উপকরণ বিতরণ করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। উক্ত বিতরণে দানাদার খাদ্য : ১০০০ কেজি,পোনা(৫-৬ ইঞ্চি): ৪০০০ টি, বৃক্ষ (আম, লেবু, পেয়ারা) : ৪৪ টি দিয়েছেন। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা মৎস্য অধিদপ্তরে ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আয়ূব আলী, দামুড়হুদা উপজেলা কমিশনার ভূমি মো মহিউদ্দিন, উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা মোঃ মশিউর রহমান, সুফলভোগী গ্রুপের দলনেতা মোঃ আঃ রহিম সহ দলনেতা সদস্য বৃন্দ।
Leave a Reply