“ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) কর্তৃক ভারতীয় ফেন্সিডিল এবং গাজা আটক।
Reporter Name
-
Update Time :
শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২০
-
২৫৭
Time View
নিজস্ব প্রতিবেদকঃ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত মেদিনীপুর বিওপির হাবিলদার অখিল কুমার এর নেতৃত্বে ০৫ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব জেলার গােয়েন্দা জীবননগর তথ্যের ভিত্তিতে উপজেলার সীমান্তের হরিহরনগর শূন্য লাইন আম হতে বাগানের আনুমানিক মধ্যে ৩০০ হতে গজ মাদক বাংলাদেশের বিরােধী অভিযান অভ্যন্তরে পরিচালনা চুয়াডাংগা করে মালিকবিহীন অবস্থায় ২৯ বােতল ভারতীয় ফেন্সিডিল আটক করে। মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) এর অধিনস্ত মেদিনীপুর বিওপির হাবিলদার অখিল কুমার এর নেতৃত্বে ০৫ সদস্য বিশিষ্ট টহল দল নিজস্ব গােয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার জীবননগর উপজেলার হরিহরনগর গ্রামের মধ্যে হতে মাদক বিরােধী অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ৭০০ গ্রাম ভারতীয় গাজা আটক করে। মহেশপুর ৫৮ ( বিজিবি) সিও লেফটেন্যান্ট কর্ণেল কামরুল আহসান ৫৮ বিজিবি অধিনস্ত এলাকায় মাদক বিরোধী অভিযান শক্তভাবে পরিচালিত করছে। তার এই শক্ত অভিযানের কারনে চোরাকারবারীরা কোন ঠাসা হয়ে পড়েছে।
ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
More News Of This Category
Leave a Reply