monetag
নাটোর জেলা প্রতিনিধিঃ পতাকা উত্তোলন,বেলুন উড়ানো, র্যালি, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে নাটোরের গুরুদাসপুরে আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। আজ বিকালে গুরুদাসপুর উপজেলা আওয়ামী যুবলীগের প্রধান কার্যালয়ের সামনে পতাকা উত্তোলন শেষে বেলুন উড়িয়ে বর্ণাঢ্য র্যালি বের হয়ে বাজার হয়ে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। পরে সেখানে উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি আলাল শেখের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন, গুরুদাসপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম সবুজ, উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক রাশেদসহ প্রমুখ। আলোচনা সভা শেষে ৪৮ পাউন্ডের কেক কাটা হয়। এসময় উপস্থিত ছিলেন, ছয় ইউনিয়ন চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মাসুদ সরকারসহ যুবলীগের সকল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Leave a Reply