হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান মঙ্গলবার ১০ নভেম্বর বিকাল সাড়ে ৪ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত করোনা পরিস্থিতি বিষয়ে ডিবিসি নিউজ মানচিত্র প্রোগ্রামে সরাসরি লাইফে কথা বলেছেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান এবং উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মনোয়ার হোসেন, সিভিল সার্জন, বরিশাল। এ সময় উপস্থিত অতিথিরা বলেন করোনা ভাইরাসসহ অন্যান্য রোগের বিস্তার সীমিত পর্যায়ে রাখতে মেডিক্যাল মাস্ক ব্যবহার করা। তবে এটার ব্যবহারই এককভাবে সংক্রমণ হ্রাস করতে যথেষ্ঠ নয়। নিয়মিত হাত ধোয়া এবং সম্ভাব্য সংক্রমিত ব্যক্তির সাথে মেলামেশা না করা এই ভাইরাস সংক্রমণের ঝুঁকি কমানোর সর্বোত্তম উপায়। এ সময় দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান বলেন আমরা জেলা প্রশাসক স্যারের দিকনির্দেশনায়, চুয়াডাঙ্গা জেলার সকল উপজেলা গুলোতে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতিটি গ্রাম ও মহল্লায় মাইকিং করে মাস্ক ব্যবহার করা জন্য অনুরোধ করা হয়েছে এবং মোবাইল কোর্টের মাধ্যমে মাস্ক ব্যবহার না করার অপরাধে অর্থদন্ড প্রদান সহ সাধারণ মানুষেরকে সচেতন করার জন্য অব্যাহত রয়েছে।
Leave a Reply