হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলার জীবননগর শহরের বাসস্ট্যান্ড ট্রাফিক আইল্যান্ড এলাকায় মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৮ জনের কাছ থেকে নগদ ২ হাজার চল্লিশ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মঙ্গলবার ১০ নভেম্বর দুপুরে দিকে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিসস্ট্রেট এস এম মুনিম লিংকন এর নেতৃত্ব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় করোনা ভাইরাস প্রাদুর্ভাবে সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে ১৮৬০ সালের ২৬৯ এর ধারার অপরাধে ১৮ জনকে নগদ ২ হাজার চল্লিশ টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সুত্র থেকে জানা যায়, বর্তমান করোনা প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি নির্দেশনা অমান্য করে মাস্ক ব্যবহার না করার অপরাধে আজ মঙ্গলবার বেলা সাড়ে ১২ টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শহরের বাসট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে। সহযোগিতায় ছিলেন জীবননগর থানা পুলিশের একটি টিম।
Leave a Reply