monetag
মোঃ ইসরাফিল ইসলাম, নলডাঙ্গা উপজেলা প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলা বিপ্রবেলঘড়িয়া ইউনিয়নের হরিদা খলসী গ্রামের পাওয়ার বিল ও দাঁড়ার মাঝে থেকে গানা ও জাল উছেদ করা হয়। বিল থেকে স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ করে গানা ও জাল দিয়ে মাছ শিকার করে আসছিল একশ্রেণীর লোকজন। হরিদাখলসী, সমসখলসী গ্রামসহ আশে পাশের শত শত হেক্টর ফসলি জমিতে স্থায়ী জলাবন্ধতার শঙ্কায় পড়ে ছিল কৃষকরা। এর ফলে কৃষকেরা জমিতে চাষাবাদ করতে পারছেনা। সেচ্ছাসেবী সংগঠন ও স্থানীয় কৃষকদের অভিযোগ পেয়ে মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২ ঘটিকায় নলডাঙ্গা উপজেলা মৎস্য অফিসার জনাব সঞ্জয় কুমার সরকারের নেতৃত্বে অভিযান চালিয়ে হরিদাখলসী পাওয়ার বিল ও দাঁড়ায়, জাল-গানা উছেদ করা হয়। পরে বিলের পানি প্রবাহ স্বাভাবিক করে দেওয়া হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য অফিসের কর্মকতা- কর্মচারী, সেচ্ছাসেবী সংগঠন “হরিদাখলসী যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ জামিল হায়দার জনি সহ সংগঠনের সদস্যগণ। কৃষকের মুখে হাসি ফোটে, উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযানে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।
Leave a Reply