নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় অভিযান চালিয়ে ৯৫০ গ্রাম গাঁজাসহ একজনকে আটক করেছে র্যাব। মঙ্গলবার দুপুর বারোটায় সিংড়া উপজেলার বন্দর বাজার এলাকা থেকে ৯৫০ গ্রাম গাঁজাসহ হৃদয় আলী (২৩) কে গ্রেফতার করা হয়। হৃদয় আলী নওগাঁর বদলগাছি উপজেলার কদমগাছি এলাকার ফরিদ হোসেনের ছেলে। র্যাব প্রেরিত এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন র্যাব ৫ সিপিসি -২ নাটোর এর কোম্পানি কমান্ডার মোহাম্মদ মাসুদ রানা। এই প্রেস ব্রিফিংয়ে তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অপারেশন দল কোম্পানি কমান্ডার এএসপি মাসুদ রানার নেতৃত্বে মঙ্গলবার দুপুর বারোটার দিকে সিংড়া উপজেলার বন্দর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৯৫০ গ্রাম গাঁজাসহ মোহাম্মদ হৃদয় আলী (২৩) কে হাতেনাতে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত মাদক ব্যবসায়ী জব্দকৃত আলামত গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে হেফাজতে রেখেছিল বলে সাক্ষীদের সম্মুখের স্বীকার করে। পরে তার বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর সিংড়া থানায় হস্তান্তর করা হয়।
Leave a Reply