গোপালগঞ্জ পুলিশ লাইনস্ মাঠে মাস্টার প্যারেড, ড্রিল সেডে কীট প্যারেড ও কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) সকালে অনুষ্ঠিত উক্ত প্যারেড অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গোপালগঞ্জ পুলিশ সুপার আল- বেলী আফিফা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) ( ক্রাইম এন্ড অপস) কাজী মাহবুবুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ মোহাইমিনুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, সিনিয়র সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) মো: কামরুজ্জামান, সহকারী পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মোঃ শফিকুল ইসলাম, গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
মাস্টার প্যারেড পরিচালনা করেন পরিদর্শক মোঃ মিরাজ হোসেন ( ভারপ্রাপ্ত আর,আই), গোপালগঞ্জ পুলিশ লাইনস। পুলিশ সুপার আল-বেলী আফিফা তার বক্তব্যে মাদকের বিস্তার রোধ, চুরি সহ অন্যান্য অপরাধ কমানো এবং নিয়মতান্ত্রিকভাবে ডিউটি পালন নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। কল্যানসভায় ভাল কাজের জন্য বিভিন্ন পদমর্যাদার অফিসারবৃন্দকে আর্থিক পুরষ্কার প্রদান করেন।
পরবর্তীতে, পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে অপরাধ সভা অনুষ্ঠিত হয়। অপরাধ সভায় গোপালগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ সকল থানার অফিসার ইনচার্জগণ, তদন্ত কেন্দ্র ও ফাঁড়ির ইনচার্জগণ এবং বিভিন্ন পদবীর পুলিশ সদস্যগণ অংশগ্রহণ করেন।
Leave a Reply