মাদারীপুরের কালকিনিতে নুপুর (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। তবে স্বজনদের দাবি,নির্যাতন করে হত্যা করা হয়েছে। শুক্রবার (০৯ সেপ্টেম্বর) দুপুরের দিকে কালকিনি পৌরসভার ২নং ওয়ার্ডের চর ঠেংগামারা এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ হাসপাতাল হতে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত নুপুর চর ঠেংগামারা গ্রামের মোঃ রিপন বেপারীর মেয়ে ও উত্তর ঠেংগামারা গ্রামের রানা হাওলাদারের স্ত্রী। নিহত গৃহবধূর বাবা রিপন বেপারী জানান,ছয় বছর আগে রানার সঙ্গে মেয়ের বিয়ে দেন।তাদের সংসারে ৪ বছর বয়সী একটি কন্যা সন্তান রয়েছে। নুপুর প্রায়ই বলতো তাকে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন মারধর করে, মেরে ফেলার হুমকি দেয়।
গত ৪ তারিখ হতে ৭ তারিখ পর্যন্ত নুপুর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিল।গত বুধবার সে কিছুটা সুস্থ হলে তাকে বাড়িতে নিয়ে আসা হয়। মেয়ের স্বামী রিপন ও তার পরিবারের নির্যাতনেই নুপুর নিহত হয়েছে বলে দাবি করে এ ঘটনার এর সুষ্ঠু বিচার চান তিনি।
এ ঘটনায় প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ নিহতের স্বামী রিপন সহ দুইজনকে আটক করেছে। এ ব্যাপারে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হক জানান,খবর পেয়ে পুলিশ হাসপাতাল হতে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
Leave a Reply