হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর – কলাবাড়ি আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ৯ নভেম্বর সকাল ১১ টার সময় দামুড়হুদা উপজেলা আশ্রয়ণ – ২ প্রকল্প বাস্তবায়ন টাস্কফোর্স কমিটির সংশ্লিষ্ট সদস্যবৃন্দসহ ” ইব্রাহিমপুর – কলাবাড়ি আশ্রয়ণ -২ ” পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান। উক্ত অনুষ্ঠানের সভাপতিত্বে করেন জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: সোহরাব হোসেন। উক্ত অনুষ্ঠানে ইউ এইচ এ্যান্ড এফ পি ও জনাব আবু হেনা মোহাম্মদ জামাল করোনা ভাইরাস এবং সরকারি চিকিৎসা সেবা সম্পর্কে আশ্রয়নের অধিবাসীদের অবহিত করেন। এছাড়া আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মহিউদ্দিন, প্রাণীসম্পদ কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, সমাজসেবা কর্মকর্তা, সমবায় কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তা, প্রিন্সিপ্যাল, ওদুদ শাহ ডিগ্রী কলেজ, পি.আই.ও, মৎস্য কর্মকর্তা প্রত্যেকে তাঁদের দাপ্তরিক সেবা সম্পর্কে আলোচনা করেন। এসময় বৃক্ষ রোপণ করা হয়, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয় এবং আশ্রয়ণে বসবাসরত সদস্যদের সাথে মতবিনিময় করা হয়।
Leave a Reply