মাগুরা সংবাদদাতা: আজ ৯ নভেম্বর সোমবার সন্ধ্যা সড়ে ছয়টা মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে সদর উপজেলার পারনান্দুয়ালী গ্রামের ব্যাপারীপাড়ার মোঃ সদর আলী ব্যাপারী (৩৫), পিতা মৃত তৈয়ব আলী ব্যাপারীকে বিক্রয়রত অবস্থায় ১০ এম্পল ফেনটিল ইনজেকশনসহ আটক করা হয়। মাগুরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুর রহিমের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয় এবং গোপন তথ্যের ভিত্তিতে মাগুরার সাতদোয়া পাড়ার পানি ভবনের পিছন থেকে আসামিকে আটক করা হয়। আসামি সদর আলীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) এর ৮ (খ) ধরায় মাগুরা সদর থানায় এসআই আতোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেন। এ প্রসঙ্গে পরিদর্শক আব্দুর রহিম জানান ” সাতদোয়া পাড়ার নদীর ধারে এই স্পটটি মাদকসেবীদের একটি হটস্পট বলে পরিচিত, আমরা কয়েকদিন ধরে পর্যবেক্ষণ করছিলাম, আজকের এই অভিযানে একজনকে গ্রেপ্তার করতে আমরা সক্ষম হলাম”। উল্লেখ্য সম্প্রতি সময়ে ফেনটিল ও ওফেফিন জাতীয় ইনজেকশন মাদকসেবীদের কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করায়, একটি সিন্ডিকেটের মাধ্যমে চোরাই পথে বিভিন্ন জেলা থেকে মাগুরাতে বিক্রি হচ্ছে। এক এম্পল ফেনটিল ইনজেকশন এর প্রকৃত মূল্য ৪০ টাকা হলেও মাদকসেবীদের কাছে ২০০ টাকা বিক্রি হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সম্প্রতি এই অভিযান জনগণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে ও এমন অভিযান অব্যাহত রাখতে জনগণের পক্ষ থেকে আহ্বান জানান হয়।
Leave a Reply