নীলফামারী প্রতিনিধি: নীলফামারী জেলা সদর উপজেলা সংলগ্ন সংগলশী ইউনিয়নের দালালের বাজার ছোট আলোক মারি গ্রামে এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। শনিবার (৭-নভেম্বর) রাত আটটার দিকে এই ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি ঘর পুড়ে গেছে। এছাড়া আগুনে পুড়েছে নগদ টাকা, আসবাবসহ অন্যান্য মালামাল। উক্ত অগ্নিকাণ্ডে ১৩টি বসত ঘর, পাঁচটি রান্নাঘর ও চারটি গোয়াল ঘর পুড়ে যায়। এছাড়া নগদ টাকা ও অন্যান্য আসবাব পুড়ে ছাই হয়ে যায়। এলাকাবাসী সূত্রে জানা যায়, সেখানে অবস্থানরত নারায়ন চন্দ্রের ঘরে বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় ও পরে তা আশপাশের ঘরে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক অগ্নিকান্ডের সৃষ্টি হয়। উত্তরা ইপিজেড ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার বাদশাহ মাসুদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক সর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। স্থানীয় চেয়ারম্যান কাজী মোস্তাফিজার বলেন, এখানে ক্ষতিগ্রস্ত সবাই হচ্ছে শ্রমিক, দিনমজুর। এই বিক্ষোভ ভয়াবহ অগ্নিকাণ্ডে অনেক ক্ষয়ক্ষতি হলো এই দিনমজুরদের।কেউ কেউ ইপিজেড এ কাজ করেন। তারা সর্বস্ব হারিয়েছেন।
Leave a Reply