নড়াইলের লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মন্ডলবাগ বাজারের পাশের দোকান গুলোতে বিএনপির ভোট বর্জনের লিফলেট বিতরণের সময় বাঁধা দেওয়ায় শালনগর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রনিকে (৩৫) পিটিয়ে আহত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আহত রনিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (২২ ডিসেম্বর) সকাল ৯ টার দিকে মন্ডলবাগ বাজারের পাশের দোকান গুলোতে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিনের নেতৃত্বে সাবলু মোল্লা,লায়ন,সালাউদ্দিন, তানভীরসহ ২০/২৫ জন বিএনপি’র কর্মী ভোট বর্জনের লিফলেট বিতরণ করছিলেন। এ সময় ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মঈনুল ইসলাম রনি তাদেরকে বাঁধা দিলে উভয়ের মধ্যে বাকবিতণ্ডা হয়।
এ সময় বিএনপির কর্মীরা রনিকে কিল, ঘুসি, চড়, থাপ্পড় মেরে এবং লাঠি দিয়ে পিটিয়ে আহত করে ঘটনাস্থল ত্যাগ করে। পরে স্থানীয় লোকজন রানিকে উদ্ধার করে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
এ দিকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাধীন রনিকে দেখতে যান লোহাগড়া পৌর সভার সাবেক মেয়র ও যুবলীগ সভাপতি আশরাফুল আলম, শালনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কেরামত মোল্যা ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন মুন্নাসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় দূর্বৃত্তদের হামলায় আহত রনির দ্রুত সুস্থতা কামনা করে নেতৃবৃন্দ ঘটনার সাথে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান । এ বিষয়ে ওই ইউনিয়নের ৫ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি শাহাবুদ্দিনের সাথে সাংবাদিকদের মুঠো ফোনে কথা হলে তিনি বলেন,রনির সাথে আমার দলীয় কোন বিষয় নিয়ে ঝামেলা হয়নি ।
মূলত আমাকে নিয়ে রনি কিছু বাজে মন্তব্য করায় তার সাথে আমার হাতাহাতি হয়। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ ( ওসি) কাঞ্চন কুমার রায় বলেন,এ সংক্রান্ত অভিযোগ পেলে তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply