মেহেরপুর প্রতিনিধিঃ মেহেরপুরে জেলা সমাজসেবা উপ-পরিচালক আবদুল কাদের , তার ব্যক্তিগত ড্রাইভার মিলন সেখ, সহ কয়েকজন মিলে মেহেরপুরে ডিবিসি’র জেলা প্রতিনিধি আবু আক্তার করণ ও বাংলাদেশ রয়টার্স এর জেলা প্রতিনিধি জাকির হোসেনকে মারধর করে ক্যামেরা ভাংচুর করেছে আজ রবিবার দুপুরে সমাজসেবা অফিসেই পেশাগত দায়িত্ব পালনকালে এই হামলার শিকার হন সাংবাদিকরা। হামলার শিকার সাংবাদিক আবু আক্তার করণ ও জাকির হোসেন জানান, সমাজসেবার উপ-পরিচালক আব্দুল কাদেরের বিরুদ্ধে নানা অভিযোগ পেয়ে আমরা সংবাদ সংগ্রহের জন্য জেলা সমাজ সেবা অফিসে যায়। উপ-পরিচালককে কয়েকটি কথা জিজ্ঞাসা করার সাথে সাথে রেগে যান ওই কর্মকর্তা । পরে আমাদেরকে অন্য একটি রুমে নিয়ে যায় সেখানে কাদেরর গোপন একটি কক্ষে নিয়ে আমাদেরকে আটকিয়ে রাখে। পরে আব্দুল কাদের একই অফিসের অফিসার সাজ্জাদ হোসেন ও আবদুল কাদেরের ব্যক্তিগত ড্রাইভার মিলন সহ বেশ কয়েকজন আমাদের মারধর করে ক্যামেরা ভেঙে দেয়। এ বিষয়ে মেহেরপুর সদর থানায় আব্দুল কাদের, সাজ্জাদ হোসেন, মিলন শেখসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়। সদর থানার ওসি শাহ দারা খান জানান, তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেওযা হবে। এ বিষয়ে জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান জানান, আমি বিষয়টা শুনেছি। বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply