রবিবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৫, ১২:১৭ অপরাহ্ন
শিরোনাম :

বছরের প্রথম দিনে ঢাকা-কক্সবাজার রুটে আরেকটি ট্রেন

নিজস্ব প্রতিবেদক
  • Update Time : বুধবার, ৬ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৫ Time View
ছবি : সংগৃহীত

২০২৪ সালের পহেলা জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার রুটে আরেকটি ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।

বুধবার (০৬ ডিসেম্বর) রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন রেলভবনে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।

তিনি বলেন, ঢাকা থেকে সকাল সোয়া ৬টায় ছেড়ে ট্রেনটি কক্সবাজার পৌঁছবে বিকাল ৩টায়। রাত ৮টায় কক্সবাজার থেকে ছেড়ে ট্রেনটি ঢাকা পৌঁছাবে ভোর সাড়ে চারটায়।

রেলমন্ত্রী আরও বলেন, আমরা ট্রেনের বেশ কয়েকটি প্রস্তাবিত নামসহ প্রধানমন্ত্রীর কাছে একটি সারসংক্ষেপ পাঠাব এবং প্রধানমন্ত্রীর অনুমতি নিয়ে আমরা জানুয়ারি থেকে ঢাকা-কক্সবাজার রুটে একটি নতুন ট্রেন চালু করব।

বাংলাদেশ রেলওয়ে জানিয়েছে, নতুন এই ট্রেনের জন্য তিনটি নাম প্রস্তাব করা হয়েছে। একটি হলো ‘পালংকি’, এটি কক্সবাজারের প্রাচীন নাম। এছাড়া ‘তরঙ্গ এক্সপ্রেস’ এবং ‘প্রবাল এক্সপ্রেস’ও রাখা হতে পারে এই ট্রেনের নাম।

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
Adsense