নিজস্ব প্রতিবেদকঃ প্রেস বিজ্ঞপ্তি কক্সবাজারের পেকুয়া উপজেলা জাতীয় পার্টির ৫১ সদস্য আহবায়ক কমিটি গঠিত হয়েছে। শনিবার (৭নভেম্বর) সকাল ১১টার দিকে দ্যা কিং অফ চকরিয়া কমিনিউটি সেন্টারে চকরিয়া, পেকুয়া, চকরিয়া পৌরসভা ও মাতামূহুরী সংগঠনিক জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী উদ্দ্যেগে এক মতবিননিময় সভা অুনষ্টিত হয়। চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্টিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির ভাইস প্রেসিডেন্ট, চকরিয়া-পেকুয়ার সাবেক সাংসদ ও জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি হাজ্বী মোহাম্মদ ইলিয়াছ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির সহ সভাপতি এড. মোহাম্মদ তারেক, কেন্দ্রীয় জাতীয় পার্টির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নুরুল আমিন ভুট্টো, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য মোশারফ হোসেন দুলাল, জেলা জাতীয় পাির্টর যুগ্ম সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আসমা উল হোসনা, ডুলহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল্হাজ্ব নুরুল আমিন, পেকুয়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এম দিদারুল করিম । চকরিয়া জাপা’র সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি বাবু অং কেচিং, মাতামহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি সওকত আলী চৌধুরী, পৌরসভা জাতীয় পার্টির সভাপতি মোঃ ছাদেক, সাধারণ সম্পাদক মোঃ মুবিন পেকুয়া উপজেলা জাতীয় সাংগঠনিক সম্পাদক সাজ্জাদুল ইসলাম, কাকারা ইউনিয়ন জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ রাকিব, চকরিয়া মহিলা জাতীয় পার্টির সভাপতি জোসনা আকতার, সাধারণ সম্পাদক সজুরুন্নাহার বুলু, পেকুয়া মহিলা জাতীয় পার্টির সভাপতি আমাতুর রহিম হিরা, মাতামহুরী সাংগঠনিক উপজেলা মহিলা জাতীয় পার্টির সভাপতি হুমায়রা বেগম ও যুব সংহতির নেতা শফিউল আলম শফি প্রমূখ। আলোচনা সভা শেষে পেকুয়া উপজেলা জাতীয় পার্টির কমিটির মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ওই দিন পেকুয়া উপজেলা জাতীয় পার্টির আহবায়ক কমিটি অুনমোদন দেওয়া হয়। জাতীয় পার্টি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাংগঠনিক সম্পাদক এড. মোহাম্মদ তারেক, অধ্যাপক নুরুল আমিন ভুট্টো, সদস্য মোশারফ হোসেন দুলালের সুপারিশক্রমে, কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও চকরিয়া-পেকুয়া আসনের সাবেক সাংসদ এবং কেন্দ্র ঘোষিত সংসদীয় আসনে সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত হাজ্বী মোহাম্মদ ইলিয়াস স্বাক্ষরিত এ কমিটির অনুমোদন দেওয়া হয়। উক্ত কমিটিতে এম দিদারুল করিম কে আহবায়ক, যুগ্ম আহবায়ক যথাক্রমে এম দেলোয়ার করিম চৌধুরী, সেলিমুল আহসান চৌধুরী, হাজ্বী বদিউল আলম। সাজ্জাদুল ইসলামকে সদস্য সচিব ও এস এম মাহবুব ছিদ্দিকীকে সিনিয়র সদস্য করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। উল্লেখ্য যে আগামী দুই মাসের মধ্যে ইউনিয়ন পর্যায়ের পূর্ণাঙ্গ কমিটি গঠন পূর্বক সম্মেলন মাধ্যমে উপজেলা জাতীয় পার্টির পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দ্দেশ দেওয়া হয়।
Leave a Reply