হাফিজুর রহমান স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ পুলিশ কো-অপারেটিভ সোসাইটি লিমিটেড (পলওয়েল) ‘জাতীয় সমবায় পুরস্কার ২০১৯’ এ ভূষিত হয়েছে। ‘বঙ্গবন্ধুর দর্শন, সমবায়ে উন্নয়ন’ শ্লোগানে আজ শনিবার ৪৯তম জাতীয় সমবায় দিবস ২০২০ এবং জাতীয় সমবায় পুরস্কার ২০১৯ প্রদান অনুষ্ঠানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ পুরস্কার প্রদান করেন। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ ও পলওয়েল এর চেয়ারম্যান ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এ পুরস্কার গ্রহণ করেন। এ সময় পলওয়েল এর ম্যানেজিং ডিরেক্টর ও র্যাব মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন উপস্থিত ছিলেন। পলওয়েল ‘কর্মকর্তা/কর্মচারী, পরিবহন শ্রমিক’ সমবায় শ্রেণিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে জাতীয় সমবায় পুরস্কার অর্জন করেছে। পুরস্কার হিসেবে একটি স্বর্ণপদক এবং সম্মাননা পত্র প্রদান করা হয়।
Leave a Reply