নাটোর জেলা প্রতিনিধিঃ বঙ্গবন্ধুর দর্শন,সমবায়ে উন্নয়ন এই প্রতিপাদ্য নিয়ে নাটোরের সিংড়ায় ৪৯তম জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। শনিবার সকাল ১১টায় উপজেলা সমবায় দপ্তর ও সমবায়ীদের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দিবসটি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নির্বাহী অফিসার নাসরিন বানুর সভাপেিত্ব বক্তব্য রাখেন অনুষ্ঠানের বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান। এসময় আরও বক্তব্য দেন,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আমিনুল ইসলাম,উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি নবীর উদ্দিন, উপজেলা পল্লি উন্নয়ন কর্মকর্তা মোঃ ইমরুল হাসান,কৃষাণ মাল্টিপারপাস কো-অপারেটিভের সাধারণ সম্পাদক আব্দুল মোন্নাফ প্রমূখ। আলোচনা শেষে সমবায় ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ৩ প্রতিষ্ঠানকে পুরুস্কৃত করা হয়। প্রতিষ্ঠান ৩ টি হলো-কৃষাণ মাল্টিপারপাস কো-অপারেটিভ লিঃ, সিংড়া উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ লিঃ ও সততা মাল্টিপারপাস কো-অপারেটিভ লিঃ।
Leave a Reply