রণিকা বসু ( মাধুরী ) বিশেষ প্রতিনিধি: বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলা শাখার বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির কমিটি পূনঃগঠন ও শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও দোয়া মোনাজাতের মধ্য দিয়ে আলোচনা সভা শুরু হয়। ২৫/১০/২০২০খ্রিঃ তারিখে মোড়েলগঞ্জ উপজেলাধীন বিভিন্ন স্বতন্র ইবতেদায়ী মাদ্রাসার প্রধান শিক্ষকদের স্বাক্ষর সম্বলিত লিখিত অভিযোগ ও মোড়েলগঞ্জ উপজেলা শাখা কমিটি পুনঃগঠনের দাবীর পরিপ্রেক্ষিতে গত ৭/১০/২০২০ খ্রিঃ তারিখে গঠিত কমিটির পুনঃগঠন প্রসঙ্গে আলোচনার অনুষ্ঠিত হয়৷ উক্ত শিক্ষক সম্মেলন ও কমিটি পূনঃগঠন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বতন্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, বাংলাদেশ স্বতন্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতির বাগেরহাট জেলা শাখা সেক্রেটারী এইচ এম শামসুল হক আনছারী, সহ সভাপতি মাওলানা মতিউর রহমান, মাওলানা মোদাছছের আলী, মাওলানা হাবিবুল্লাহ প্রমুখ। কমিটি গঠন অনুষ্ঠানে উপস্থিত সকল শিক্ষকদের সর্ব সম্মতিক্রমে উপদেষ্টা হিসেবে মনোনীত হন মাওলানা: আঃ গফুর, মোঃ গিয়াস উদ্দিন,মাকসুদুর রহমান, মাওলানা: মোশাররফ,কারী ইউনুস,এইচ.এম. হালিম। এবং বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি, মোড়েলগঞ্জ উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হন মোঃ আনোয়ার, সাধারণ সম্পাদক ডা: মোঃ সজিব, সাংগঠনিক সম্পাদক মোঃ এনামুল হক, কোষাধ্যক্ষ মাওলানা: ফিরোজ প্রমুখ। দোয়া ও মোনাজাত এর মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি, বাগেরহাট জেলা শাখার সভাপতি মাওলানা মাহমুদুল হাসান।
Leave a Reply