হাফিজুর রহমান স্টাফ রিপোর্টার : শুক্রবার ৬ নভেম্বর জেলা পুলিশ বগুড়ার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল আইনশৃঙ্খলা ও বিট পুলিশিং বিষয়ক বিশেষ সভা। পুলিশ সুপার জনাব মোঃ আলী আশরাফ ভূঞা বিপিএম বার স্যার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন বিপিএম পিপিএম স্যার। সভায় জেলার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ,সকল থানার অফিসার ইনচার্জ এবং সকল বিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় ডিআইজি জনাব মোঃ আব্দুল বাতেন বিপিএম পিপিএম সকল প্রকার প্রভাবমুক্ত থেকে ক্রিমিনাল জাস্টিস নিশ্চিত করতে নির্দেশ দেন। তিনি অফিসার ইনচার্জ এবং সকল বিটের দায়িত্বশীল কর্মকর্তাদের ধৈর্য সহকারে মানুষের কথা শোনার আহবান জানান। বিভাগীয় শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে তিনি কঠোর হুশিয়ারি উচ্চারণ করেন। অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন আলী হায়দার চৌধুরী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
Leave a Reply