নিজস্ব প্রতিবেদকঃ
নওগাঁর বদলগাঁছীতে ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধ বিহার বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ, ছাত্র পরিষদ, নওগাঁর বদলগাছী উপজেলার মথুরাপুর ইউনিয়ন এর গোবরচাঁপা হাট চৌরাস্তায় ঐতিহাসিক পাহাড়পুর বিশ্ব বিদ্যালয় পূর্ণ স্হাপনের দাবিতে, মানব বন্ধন করে। এ সময় বদলগাঁছী উপজেলার সকল স্তরের মানুষ একাত্বতা প্রকাশ করে এবং স্ব স্ব শরিলে উপস্থিত হয় গোবরচাঁপা চৌরাস্তার মোড়ে। এ সময় উপস্থতি ছিলন বাস্তবায়ন পরিষদ এর অহব্বায়ক ইমামুল আল – হাসান (তিতু),উপজেলার ভাইস চেযারম্যান , সদস্য সচিব বৈদ্যনাথ টপ্য বাস্তবায়ন পরিষদ,গবরচাঁপা উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী এসরখ আলী ইউনিয়ন যুবলীগ, মেহেদি হাসান মিলটন মথুরাপুর ইউনিয়নে আওয়ামিলীগ এর সাধারন সম্পাদক, মথুরাপুর এর চেয়ারম্যান পদপার্থী মোঃ মাছুদ রানা, ৪নং মিঠাপুর ইউনিয়নে আওয়ামিলীগ সভাপতি অহসান হাবিল,রোস্তম মেম্বার, গবরচাঁপা উচ্চ বিদ্যালয়ের প্রধন শিক্ষ মোঃ মামুনোর রশিদ, আল মাহামুদুল হাসান (বুলেট) সাংগঠনিক সম্পাদক, উপজেলা আওয়ামী যুবলীগ বদলগাছী ও সদস্য বাস্তবায়ন পরিষদ, বিরু, সদস্য, বাস্তবায়ন পরিষদ। এ ছারা আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন ছাএ পরিষদের আহবায়ক মোঃ সামসুজ্জামান (হিরা), সাধারণ সম্পাদক,ছাএ পরিষদের যুগ্ম- আহবায়ক অসিত কুমার, উপজেলা ছাত্রলী সহ পরিষদের যুগ্ম- আহবায়ক আরাফাত হোসেন (ডলার), সহ সভাপতি, উপজেলা ছাত্রলীগ বদলগাছী। যুগ্ম- আহবায়ক, ছাত্রলীগ সহ ইউনিয়ন বিএনপি ও অন্যান্যরা। এ সময় বক্তারা বলেন, পাহাড় পুর বৌদ্ধ বিহারে প্রাচীন কালে বিশ্ববিদ্যালয় ছিল, তারা তাদের হারানো শিক্ষা নগরী আবারো ফিরে পেতে চায় এবং এই বিশ্ববিদ্যালয় স্থাপনের মাধ্যমে এলাকার শিক্ষা ব্যবস্থার উন্নয়ন চায়।
Leave a Reply