নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের সিংড়ায় আগুনে পুড়ে কৃষক আকবর আলীর তিনটি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। বুধবার দুপুর ১২ টার দিকে উপজেলার ডাহিয়া ইউনিয়নের পিপুলশন কুমড়া পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। শর্টসার্কিট এর মাধ্যমে আগুন ধরে মুহুর্তে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা এগিয়ে আসলে ও কোনো কিছু উদ্ধার করতে পারেনি। স্থানীয় বাসিন্দা শহীদুল ইসলাম জানান, শর্টসার্কিট এর মাধ্যমে দুপুরে আগুন লেগে দ্রুত ছড়িয়ে পড়ে। বাড়ির নগদ টাকা, আসবাবপত্র, কাপড়, চালডাল ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
Leave a Reply