মোঃ আল আমিন হোসেন
তোমাকে ভুলে যাওয়া সহজ নয়, চেষ্টা তো অনেক করেছি, কিন্তু পারলাম কই? হয়তোবা তোমাকে ভুলে যাওয়া আমার দ্বারা সম্ভব নাহ! আমার মনের অজান্তে হাজারো প্রশ্নের হাতছানি! আমি যে তোমায় ভালোবাসি,তুমি বুঝতে পারলা কই? আমার ভালোবাসায় কী কমতি ছিলো?নাকি প্রয়োজনের চেয়ে অধিক ভালোবেসে ফেলেছিলাম আমি? তুমি তো আকাশের সেই চাঁদ,যাকে চেয়েও ধরতে পারিনি!! আর আমি,সে তো রাস্তার ধুলো ছাড়া আর কিছুই নয়। তুমি শীতের সকালের কুয়াশা ছিলে, যাকে ক্ষনকালের জন্য স্পর্শ করে গিয়েছিল। তুমি কী আবার আসবে ঘন কুয়াশা হয়ে? কাঠগোলাপের শুভ্রতার মতো শুভাসিত করতে! অথবা…. তুমি কী আসবে রংধনু হয়ে? আমায় রাঙিয়ে দিতে! শুনেছি… ঘন অন্ধকারের পরই ভোর হয়, আমার ভোরটা কবে হবে? আমি তো অপেক্ষায় আছি সেই ভোরের রশ্মির। তুমিতো আমার রাতের জোৎস্না, আর আমি… আমিতো কিছুই নয়, তোমাতেই আমি।
Leave a Reply