মহি উদ্দিন আরিফ ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ আজ মঙ্গললবার, ৩ নভেম্বর জেলহত্যা দিবস । সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা আওয়ামিলীগ ও অংগসংগঠনের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর স্বাধীনতাবিরোধী একটি খূনিচক্র ঢাকা কেন্দ্রিয় কারাগারে বঙ্গবন্ধু অনুগত চার জাতীয় নেতা সর্বজনাব তাজউদ্দিন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম,এইচএম কামরুজ্জামান ও ক্যাপ্টেন মনসুর আলীকে নির্মমভাবে হত্যা করা হয়। স্বাস্থ্যবিধি মেনে জাতীয় চার নেতার স্মরণে আওয়ামী লীগের কর্মসূচি পালন করে ধর্মপাশা উপজেলা আওয়ামী লীগ। দুপুর ২:০০ সময় হাসপাতাল রোডস্থ অস্থায়ী কার্যালয়ে বাদ যোহর বিশেষ দোয়া ও আলোচনা সভার মাধ্যমে জেলহত্যা দিবস পালন করা হয়।এতে অংশগ্রহণ করেন ধর্মপাশা উপজেলা আওয়ামিলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, কৃষকলীগ, যুবলীগ, শ্রমীকলীগ, সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগ। আলোচনা সভায় বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক জুবায়ের পাশা হিমু, সদর ইউনিয়ন চেয়ারম্যান সেলিম আহমেদ,উপজেলা আওয়ামীলীগ এর সদস্য জুয়েল তালুকদার,যুবলীগের সহসভাপতি এম আর খাঁন পাঠান, দপ্তর সম্পাদক মারুফ আলম, উপ-দপ্তর সম্পাদক রেজাউল করিম তপন, যুবলীগ নেতা রাসেল চৌধুরী, শ্রমিক লীগের যুগ্ম সাধারণ মাজাহারু ইসলাম মাজু,অর্থ সম্পাদক তানভীর হােসাইন,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল আমিন খান, ছাত্রলীগ নেতা আনােয়ার হােসেন, জালাল আহমেদ, সাকির হােসেন, আব্দুল্লাহ আল জায়েদ প্রিয়াম, জুয়েল, লাদেন, প্রমুখ।
Leave a Reply