নাটোর জেলা প্রতিনিধিঃ নাটোরের নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে, ৩রা(নভেম্বর) জেল হত্যা দিবস উপলক্ষে, ৩রা নভেম্বরে জেলে নিহত শহীদ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানাতে সকাল সাড়ে ১০ ঘটিকায় নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন ও পুস্প স্তবক অর্পন করে দিনের কর্মসূচী শুরু হয়। উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আঃ শুকুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মুকুর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আমির হোসেন, পৌর আওয়ামী লীগের সভাপতি শরিফুল ইসলাম পিয়াস, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপজেলা কৃষক লীগের সভাপতি শেখ আলমগীর, যুবলীগের সাধারণ সাধারণ আনোয়ার হোসেন নুকুল,পৌর যুবলীগের সভাপতি আজিজুল হক,সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগের সভাপতি খালেদ মাহমুদ সহ প্রমুখ।
Leave a Reply