নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা মঙ্গলবার ৩ নভেম্বর ২০২০: বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে মহাসচিব সাংবাদিক নেতা শাবান মাহমুদকে ভারতের নয়াদিল্লির মিনিস্টার প্রেস হিসেবে বাংলাদেশ দূতাবাসে নিযুক্ত করা হয়েছে। সরকারের পক্ষ থেকে এ সিদ্ধান্তের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) পক্ষ থেকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হয়েছে। মঙ্গলবার বিএমএসএফের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে সংগঠনের আহবায়ক শহীদুল ইসলাম পাইলট ও সদস্য সচিব আহমেদ আবু জাফর বলেন, সাংবাদিকরা রাষ্ট্রীয় কাজেও সহযোগিতা করে যাচ্ছেন। অত্যন্ত বিচক্ষন, দূরদৃষ্টিসম্পন্ন এ সাংবাদিক নেতা বাংলাদেশের সাথে ভারতের বৈদেশিক সম্পর্ক উন্নয়নে বিশেষ ভূমিকা পালন করতে পারবেন। সোমবার তাকে এ পদে নিয়োগ দেয়া হয়। গোপালগঞ্জের কৃতি সন্তান দীর্ঘদন ধরে ঢাকায় সাংবাদিকতা পেশায় নেতৃত্ব দিয়ে আসছেন।
Leave a Reply